অবিশ্বাসী
- আরিফুল হক দ্বীপ
চোখ গলে অশ্রু ঝরিয়ে বললাম,
'আমি তোমাকে ভালোবাসি।'
তুমি বললে,'না,হলো না,এ তোমার অভিনয়।'
আঙ্গুল কেটে রক্ত ঝরিয়ে বললাম,
'আমি তোমাকে ভালোবাসি।'
বললে তুমি,'না,হলো না,এ তোমার অভিনয়।'
চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলাম,
মাথা থেঁতলে মরলাম।
নরকে গিয়ে শুনলাম-
তবুও বলছো তুমি,'না,হলো না,এ তোমার অভিনয়।'
.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।