অভিসারিণী
- আরিফুল হক দ্বীপ
গুনে গুনে বলতে পারো কয়টা তুমি ভেঙ্গেছো মসজিদ?
হাবিয়া দোযখ ডাকছে তোমায় তৈরী হয়ে নাও
মন ভেঙ্গেছো আহা কতো ছোকরার-
এরা এখন ডাস্টবিনে থাকতে ভালোবাসে,
সিগারেট ছেড়ে ধরেছে হিরোইন।
এরা এখন আস্তিকতা ছেড়ে উষ্কোখুষ্কো চুল উড়িয়ে
পথভ্রষ্ট হচ্ছে-
তুমি এদের বিশ্বাস করেছো খুন,মন ভেঙ্গেছো।
তুমি বেশ্যার চেয়েও অধম,
বেশ্যারাও মন ভাঙ্গে না সহজে,তুষ্ট হলে-
তোমাকে তুষ্ট করেও এরা কাঙ্গাল হয়ে যায় শেষে
পরিণত হয় এক একটি দেবদাসে।
কি ভয়ংকর তুমি,আততায়ীর চেয়েও নির্মম,
তুমিতো নারীও নও,
আবার তোমাকে মানুষ ভাবতেও রুচিতে বাঁধে,মাদী কুকুর
একটা!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।