জ্যোতিষী
- আরিফুল হক দ্বীপ
জ্যোতিষী কি বললো?হাতের রেখা দেখেই বলে
ফেললো,-
তুই ঘর করবি সূর্যদীঘল বাড়ির কারো,
আরও বললো ঘর করার আগে তুই বিষাক্ত ঝড় হবি,
কতগুলো সম্ভাবনাময় তরুণ হৃদয়ের ডালপালা
দুমড়ে মুচড়ে ভেঙ্গে দিয়ে যাবি।
জ্যোতিষীর কথা তোর বিশ্বাস হয় না একদিন।
এখনো অবিশ্বাস হয়?
তোর জন্য ভিটে মাটি ছাড়া-
ফুলের মতন ছেলেটা এখন গাঁজার বিষে উন্মাদ,
তোকে নিয়ে রাতভর ছবি আঁকার চিত্রকরটা
চিত্রকলা বাদ দিয়ে বোবা হয়ে শুধু চোখের জল ফেলে।
তোর রূপ নিয়ে দিস্তা দিস্তা কাগজ ফুরিয়ে কবিতা
লিখেছে যেই প্রতিভাবান ছেলেটা
নষ্ট হয়ে গেছে,মদ মাগী ছাড়া কিছু বুঝে না এখন।
আর তুই সূর্যদীঘল বাড়ির এক বিত্তশালীর বউ হয়ে
সুখে নিঃশ্বাস ফেলিস,জানলা খুলে রোদ্র দেখিস।
আরও সুনীল আকাশ,রাতের চন্দ্র দেখে
বুকে তার মাথা রাখিস,
তবে এখনো অবিশ্বাস করবি,মিথ্যে বলেছিলো
জ্যেতিষী?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।