বিলাসী ফুল
- আরিফুল হক দ্বীপ

মেয়েটার পিছে ঘুরতে ঘুরতে তার কি হলো?
সাধের স্যান্ডেলটা ক্ষয় হলো,
খেটেখাওয়া পিতার নন্দন সে,
দুবেলা জুটে নাকো ভাত,
কঠিন গলায় বাবা বললেন একদিন-
স্যান্ডেল কিনে দেবে না আর,
নগ্ন পায়েই তাই তার পিছে ঘুরে,রোদ্রে পুড়ে
ঝড় বৃষ্টিতে ভিজে তালাশ করে যায় তার,
পায়ে হলো গ্যংরিন,খুঁড়িয়ে খুঁড়িয়ে তবু হাঁটে-
ঘামে ময়লায় শার্টটাও ছিঁড়ে একদিন হলো ন্যাকড়া,
প্যান্টটাও এখন ফেলছে নাভিশ্বাস।
কেউ কিনে দিলো না কিছুই,
পয়সার অভাবে চুলগুলো ঘাড় ছাড়িয়ে পড়ে,
নাপিতের কাছে যাওয়া হয় না বছর এক,
তার পিছে পিছে ঘুরে দেখা হয় না আহা কতোদিন
শুক্লাদ্বাদশীর চাঁদ।
দেখা হয় না শীত,গ্রীষ্ম, বসন্তের মত্ত হাওয়ার রাত-
অবনত হয়ে প্রেম চাইতে গেলো একদিন ষোঢ়ষীর কাছে,
সে অট্টহেসে বললো,পাগলে চায় প্রেম,ভিক্ষে নিয়ে
যাও।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।