কবি-পত্নী
- আরিফুল হক দ্বীপ
রাতভর কবি শব্দের করে সেলাই কাগজের প্রান্তরে,
চোখে ঘুম নেই,কতো কথা হৃদয়ে জানাতে হবে
মানুষেরে।
কবি-পত্নীর মরণ,রোজ রাতে এ কেমন পতির করছে ঘর?
ভবিষ্যৎ,সংসার?কবিরা ভাবেনা কি,বউকেও করতে হয়
আদর?
ঢুল ঢুল চোখে প্রিয়া কবির টেবিলে,'এবার ছেড়ে
আসো শব্দ।'
কবির কি চোখ,তন্দ্রাচ্ছন্ন বধূর রূপ, নতুন কাব্যে মাথা
জব্দ!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।