চুপ সাঁতারে ডুবন্ত প্রেম
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

কথাগুলো এখনো মনে আছে
এখন তাই স্বপ্নভারে শুধু কান্না আসে
স্বপ্ন আর ঘুম ভাঙ্গা অস্থির নৃত্য করে চলে
এখনকার স্বপ্ন ভেঙ্গে যায় না যেহেতু স্বপ্ন জাগে না ।
আর অনেকদিন ছিলাম সে ঘুমন্ত গোলাপের ছাওয়ায়
যায় চিত্‍কার শুধু অকর্মা প্রেমের খাতিরেই শুধুই তাই ।
সেগুলো নিছক প্রলাপ ছিল শুধু নিছক প্রলাপই বকেছি
প্রেম সাগরে ডুব দিয়ে চুপ সাঁতারে মজেছি ,
সাঁতারে কূল হারিয়েছি তারপর ফিরে গিয়েছি যেথা হতে এসেছি ।

জোনাকের রাত ঘুমে কাটিয়েছি বহুক্ষণ
বহু প্রেম শিকারী প্রেম সাগরে ডুব দিয়ে
খুঁজে রত্নসম্ভারে ভরা তার অমৃত পেয়ালা
ওরা চলে আবে হায়াতের খোঁজে সারক্ষণ
আর আমি....খুঁজে চলি চুপ সাঁতারে ডুবন্ত প্রেম ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৬-০৩-২০১৫ ০৮:৩১ মিঃ

Superb!

২৫-০৩-২০১৫ ১৮:০৮ মিঃ

খুঁজে চলি চুপ সাঁতারে ডুবন্ত প্রেম..........excellent.....