কে তুমি
- আরিফুল হক দ্বীপ
কে তুমি ওই ল্যাম্পপোস্টের নীচে
এই পৌষের কনকনে ঠান্ডার ঘন রাতে
রংচং মেখে গায়
স্বপ্লবসনে দাঁড়িয়ে করছো ইশারা?
কে তুমি নারী?
রাতের ট্রেন আসতে বাকী,
প্ল্যাটফর্মে অপেক্ষারত গুটিকয়েক রাতের যাত্রী।
চিনে ফেললাম।
একী!মাধবী না তুমি?কী করছো এখানে?'
আমার হাত ধরেই একদিন যার হয়েছিলো
শুভ পরিণয়!
মনে আছে বর্ষার এক সন্ধ্যায়,সেকি ধুম বৃষ্টি-
মাধবীর কান্নার শব্দ ভেজা বাতাসে ভাসে
ইঞ্জিনের নৌকো হেলেদুলে চলে-
আমাদের গাঁয়ের মেয়ে,
শৈশব থেকেই যার সঙ্গে আমার পরিচয়।
-
সে চিনতে পারে নি,
সহসা শক্ত করে চেপে ধরে আমার
হিমে জড়িয়ে যাওয়া হাত।
মৃদু হেসে বললো,'চলেন সাব,ঠান্ডায় হবেন গরম,
মাত্রতো দুটা ছোটা নোট,ছাড়লেই খেলা খতম।'
আমি কিছু বলতে পারে নি তারে,
আটকে গেছি বিস্ময়ের বেড়াজালে
অস্ফুট দুটি ঠোঁট নিঃশব্দে
ঠাঁই দাঁড়িয়ে দেখেছিলাম পৃথিবীর অদ্ভুত রঙ্গমঞ্চ।
সহসা শুনি শব্দ,
হুঁইসেল বাজিয়ে আসছে ওই রাতের ট্রেন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।