তোমাকে না পাওয়ার কষ্ট
- আরিফুল হক দ্বীপ

তোমার হাতে ভাত খেতে পারবো না জেনে
আমি ছেড়ে দিয়েছি ভাত খাওয়া
আমার জন্য রান্না করা ভাতেদের
এখন রোজ কাকে খায়,
কুকুরে খায়,
বাসি ভাত ডাস্টবিনে যায়,
পচে দুর্গন্ধ ছড়ায়।
আমি ছুঁয়েও দেখি না ধোঁয়া ওঠা ভাত
গন্ধ নিই না তার,
আতপ নাকি সিদ্ধ চাল?
তোমার সঙ্গে কথা বলতে পারবো না জেনে
আমি বোবা হয়ে গেছি কবে থেকেই,
কবে থেকে নিঃশব্দে
জেগে থাকি রাত একা,
কারও সঙ্গে গল্প করি না,
কারো ডাকে সাড়া দিই না।
মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকি,
মরা গাছের মতো দাঁড়িয়ে থাকি।
তোমার ওই মুক্তো ঝরা-
হাসির রূপ দেখতে পারবো না জেনে,
কারো হাসি দেখলে এখন
ঈর্ষায় জ্বলে যায় বুক,
কষ্ট পাই,
অঘ্রাণে ধানের বানে কৃষাণের মুখ,
বউ পাগল স্বামীর নববধুর সুখের মুখ
শুনতে পেলে হাসি-
ইচ্ছে করে তছনছ করে দেই এইসব হাসিদের,সুখেদের।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।