বাসি ফুলের হাট
- আরিফুল হক দ্বীপ
আমি একটা বাসি ফুলকে দিয়ে
পৃথিবী সুবাসিত করতে চেয়েছিলাম,
পৃথিবী বললো,ছুঁড়ে দাও তারে ব্রম্মপুত্রের জলে-'
পৃথিবীর কথা আমি রেখেছিলাম।
এখন বড় অবাক হই,
রোজ দেখি হাটে-
বাসি ফুলেরই চকমকে বাজার!
তবে কি ভুল করেছিলাম?
একদিন তারে ছুঁড়ে ফেলে ব্রম্মপুত্রের জলে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।