গণিকালয়ে থাকে না প্রেমিকা
- আরিফুল হক দ্বীপ
সে এখন কাঁদে,যে রোদনে কাকেও মায়া করে না
উচ্ছিষ্ট ফেলে দিয়ে যায় সম্মুখে তার-
সে অনুশোচনায় কাঁদে,চারদিকে ভালোবাসার
কি আকাল,অথচ কেউ তাকে একদিন
সত্যিকারের ভালোবাসত,তার দুঃখ দৈন্যতায়
পূজোর ঘরে করেছিলো যে মানত,
তাকে সামান্য কটা টাকার লোভে বিক্রি করেছিলো
এই গণিকালয়ে-
এখন তার কাড়ি কাড়ি টাকা,মস্ত বাড়ি,গাড়ি-
নারী আসে,নারী যায়,কেউ তারে বাসে না ভালো
সেই মল্লিকার মতো নিজের পেটে খিদে রেখে যে
টিফিন কেয়ারে করে নিয়ে আসতো প্রতিদিন খাবার।
সেই প্রেমিকা পাবে কোথায়?গণিকালয়ে থাকে না
প্রেমিকা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।