চাইতে মানা !
- দন্তস্য সিফাত
সব কিছুর পর ও তুমি একা
বিষণ্ণ দুপুরে হঠাত তুমি একা,বাসে মানুষের গাদাগাদি ভিড়ে তুমি একা, রাতে ঘুমানোর আগে তুমি একা।
যতই ভাল থাকো না কেন, একাকীত্ব স্মৃতি আসবে একসাথে, সুখ নিতে কাঠগড়াতে।
মাঝে মাঝে কারো একান্ত সঙ্গ দরকার অনেক খানি, অল্পে হলেও আমি মানি !
সকালে রিংটোনের পর কারো হাসি মাখা কথা
হতে পারে সারাদিনের ভাল লাগা,
প্রিয় কারো সাথে প্রিয় কিছু সময়, তোমার চায়ের কাপে কারো হাল্কা চুমুক, হাতের আঙুলে ইচ্ছাকৃত স্পর্শ, রিকশায় পাশাপাশি বসে কিছু বকবকানি, বেয়ারা বাতাসে তার খোলা চুল এসে মুখে লাগা, অযথা কানাকানি,
সন্ধ্যায় এক চাদর ভাগাভাগি, তোমার শার্টের কোনায় তার আদুরে মুখ মোছা আর একগাদা ঝগড়া অভিমানি !
-এ সব কিছুই ভাল রাখবে, বাচিয়ে রাখবে অনেক খানি !
একটু ভালবাসা চাওয়া কি খুব বারন?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।