হে জীবন !! (অনুবাদকৃত)
- দন্তস্য সিফাত
মুলঃ জাভেদ আখতার
হে জীবন, আমাকে বল তুই
ভালবাসার পথে যে ছিল সঙ্গী
কিভাবে আজ দু'জন অচেনা...
কেন সব ফুল ঝরে গেলো, চাঁদ কেন নিভে গেল
হে জীবন, আমাকে বল তুই !!
কাল ছিল বাহু মাঝে আর ছিল দু'চোখে
এখন সেই উষ্ণতা কোথায় হারালো?
সেই আওয়াজ আর নেই,
সেই রুপ আর নেই।
সেই কোমলতা কোথায় হারালো?
হে জীবন, আমাকে বল তুই !!
বেঈমান তুমি না,
আমিও অকৃতজ্ঞ না
তাহলে কেনো সেই অনুভূতি শুন্য হলো ?
ভালোবাসা তোমার ও আছে,
প্রেম আমারও আছে
তাহলে কেন এই দূরত্ব হলো ?
হে জীবন, আমাকে বল তুই !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।