র'ব-(দুই)
- ফয়েজ উল্লাহ রবি

অপার তোমার সৃষ্টি র'ব !
তুমিই এই ভূবনের সব।
তোমার কৃপায় বাঁচি-মরি
সদা তোমায় স্মরণ করি।
দেখে মুগ্ধ হই, "হৃদয় ভরে যায়
যখন শুধু তোমার করুণা পায়।"
তুমি আমার সব কিছুতে ! এক তুমি
আর কিছু নেই, তুমি ছাড়া, শূন্য ভূমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।