নিরাপত্তা চাই
- নাহিদ সরদার

নিরাপত্তা চাই
মো : নাহিদ সরদার
রাত্রি জাগা শব্দ গুলো
ঘর বেধেছে মাথার ভিতর,
কলম আগায় আর আসে না।
ভীষণ ব্যথায় ভাবনা গুলো
ঘাপটি মেরে আছে বসে,
অামার সকল কাব্য কথায়
শব্দ গুলো অনিরাপদ।
ছাড়ো ও সব শব্দ কথা কবির মাথা,
আমরা কি সব ভাল আছি
নিরাপদ আছি আগের মতো?
প্রথম পুরুষ, মধ্যম পুরুষ
নাম পুরুষ কি ভাল অাছে?
ভাল আছে কি বকুল তলার ভালবাসা?
হাদিস পার্ক,শিশু পার্ক, বঙ্গবন্ধু পার্কে
বাদাম হাতে মুক্ত মনের ঘোরাঘুরি
ভাল আছে?
ভাল আছে কি?
পল্লি মেয়ের নূপুর পায়ের
বৃষ্টি ভেঁজা ছন্দ গুলো,
সে কি সেই মেঠো পথে
গান বুনে যায় আগের মতো?
জানি,নিরাপত্তাহীন এই দেশেতে
কেউ ভাল নেই,
ভাল নেই হিজাব পরা তনু গুলো,
বোরকা পরা ময়ের বদন
আর বাসর রাতে বর-বধূর
ঐ আদর মাখা চোখাচোখি,
পুলিশ বধূ সেও কি অাজ ভাল অাছে
নিরাপত্তার ঐ চাদরে?
স্কুল পাড়ার মাস্টার গুলো
ভালো আছে?
বিশেষ করে শ্যামল কান্তি।
কেউ ভাল নেই অাতংকে সবাই,
নিরাপত্তার বলয় ভেঙে কখন জানি
পড়ে বসে অমানুষের অহিংস থাবা
মানের উপর প্রাণের উপর,
তাইতো এখন সবার মুখে একই দাবি
নিরাপত্তা চাই
বঙ্গবন্ধুর সোনার দেশে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।