চূড়ান্ত এক স্বীকারোক্তি
- নাহিদ সরদার

চূড়ান্ত এক স্বীকারোক্তি
মো : নাহিদ সরদার
ধরো, আমি দিয়েই দিলাম
চূড়ান্ত এক স্বীকারক্তি
আমার সকল কু-কর্মের।
বলেই দিলাম একশ একটা খুন করেছি,
ধরে নাও দশ বারটা মেয়ে ছিঁড়েছি,
ঘর লুটেছি পনেরটি
করবেটা কী?
অাইন আছে কি তোমার দেশে?
বিচার আছে সঠিক বিচার?
রুই-কাতলার বিচার নয়,
সঠিক বিচার যেটা হয় গরিবের বেলায়।
কত বার তো জেলেই গেলাম
ফের আমিতো ছাড়া পেলাম,
কারণ তোমার আইন,কানুন, বিচার- আচার
সবতো আমার টাকার ছালায় বন্দি ছিল।
তবে আজকে দেব চূড়ান্ত এক স্বীকারক্তি,
জানি আমার ফাঁসি হবে
হয়তোবা জেল হবে মোর যাবজ্জীবন,
তবুও আমি দিয়েই দেব চূড়ান্ত এক
স্বীকারোক্তি, কেন জানো?
আজকে আমি হাজার লোকের ভীড় ঠেলে
ছোঁয়া পেলাম এক মানুষের,
তাঁহার মাঝে আকাশের চেয়ে
এক আকাশ আছে বিশাল বড়,
সেই আকাশে নীল নাইরে ভালোয় ভরা
আকাশ ভরা ভালো গুলো
আমার উপর চাপল বসে,
আদর মাখা কথা গুলো
কানে কানে বললো আমায়,
এবার আমার ভালো হওয়ার
সময় এলো।
সময় এলো মানুষ হয়ে মরে যাওয়ার,
তাইতো আমি দিয়েই দিলাম
চূড়ান্ত এক স্বীকারোক্তি,
হোক না ফাঁসি তাতেই বা কি?
এবার অমি অফুরন্ত এক ভাল হলাম
ভালো লোকের ছোঁয়া পেয়ে।
১৬/০৬/২০১৬
বুধবার,রাত,৮:৪৬ মি.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।