আজি বইছে বাতাস
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

আজি বইছে বাতাস
ও হৃদয় মন্দিরে
নিত্য তালে নূতন ভালে বইছে বাতাস
মোর মাঝে ,ও হৃদয় মন্দির ।
ওগো তোরা দে খুলে দে
আজ তোরা খুলে দে সবকটি আগল
আমি আজ বাতাসে উড়ি উড়ি হই পাগল
ওগো তোরা দে খুলে দে ।
হৃদয় মন্দিরের ও দুয়ারে
রাখিছ কি বাধিঁয়া বাতাস রে
ও তার খোলা গতি তরুণ অতি
ভাঙবে রে সে দুয়ার ভাঙবে সতী ,
মোর সতী হৃদয় আলগিবে তারে
তারপর ছুটবে বাতাস হৃদয় মন্দিরে ।
ওরে আজি বইছে বাতাস
ও হৃদয় মন্দিরে ।
হৃদয় মন্দিরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।