র'ব-তিন
- ফয়েজ উল্লাহ রবি
অপরূপ তোমার সৃষ্টি
দেখে পেরে না যে দৃষ্টি।
তুমি সর্ব শক্তিমান র'ব
তুমিই আমার সর্ব সব।
তোমার করুনায় বাঁচি
তুমি রেখেছ তাই আছি।
তুমি ছাড়া সব কিছু শূন্য
তোমায় দয়ায় সব পূণ্য।
গাই তোমার গুণ গান
তুমিই দিয়েছ এই প্রাণ।
আল্লাহ্ তুমি রহীম রাহমান
মানুষ বানিয়ে দিয়েছ সন্মান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।