নারীতো নদী নয়
- নাহিদ সরদার
নারীতো নদী নয়
----------------------
আমি রূপসার কিনারে
দাঁড়িয়ে বললাম,
ওগো রূপসী নদী তুমি কার?
নদী বললো,
কবিগো আমি তোমার।
আমি আবার বললাম,
ওহে নদী তুমি কার?
নদী বললো,আমি শিল্পির।
আমি তৃতীয় বার বললাম
হে নদী, তুমি কার?
নদী বললো,
আমি কৃষক,কৃষাণ,শ্রমিক মজুরের,
আমি সবার।
আমি ছুটে এলাম
আমার প্রথম প্রেমের কাছে,
বললাম, প্রিয়তমা তুমি কার?
সে বললো,আমি তোমার,
আমি দ্বিতীয়বার বললাম,
ওগো প্রিয়তমা তুমি কার?
সে বললো,আমি তোমার।
আমি তৃতীয়বার বললাম,
হে প্রিয়তমা তুমি কার?
সে বললো,
আমি তোমার,তোমার এবং তোমার,
অতঃপর আমার চূড়ান্ত উপলব্দি হলো,
নারীতো নদী নয়।
২৪/০৬/২০১৬ ইং
শুক্রবার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।