মানুষ হলেই মানুষ গুলো চেনা যেত
- নাহিদ সরদার
মানুষ হলেই মানুষ গুলো চেনা যেত
--------------------------------
অাচ্ছা,মানুষ গুলো কেমন হয়
-দেখতে কেমন?
কলার ডাটা হাত আছে?
হরিণটানা চোখ আছে?
সুগঠিত দেহ আছে নরম কঠিন হৃদয় আছে তারাই
কি মানুষ?
মানুষ গুলো কি কবিতা লেখে
স্বপ্ন দিয়ে স্বপ্ন ছোঁয়।
মানুষ গুলো কি মানুষ চেনায়?
গান করে কি সুর করে?
এই গ্রহ সেই গ্রহ ঘুরে বেড়ায় অথবা
গ্রহ খুড়ে শব্দ কেনে?
ইচ্ছে হলে ডুব দিয়ে দেয় সাগর তলে?
পাহাড় জয়ী ইচ্ছে ভরা মন আছে যার সে'কি
মানুষ?
অাচ্ছা,আমার মা কি মানুষ,
আর মা ভুলা ঐ বাবাটা সেও কি মানুষ?
আবার পথের ধারে পড়ে থাকা ছিন্নমূল ওরাও
কি মানুষ?
অামার অবুঝ মনের ভালবাসা সেও কি মানুষ?
কেউতো বলো মানুষ গুলো কেমন হয়?
মাথা ভরা বিবেক থাকলে তাকেই কি সব
মানুষ কয়?
আচ্ছা, এই যে আমি শব্দ দিয়ে শব্দ খেলে
ছন্দ বানাই আমি কি মানুষ?
অামি বোধ হয় মানুষ নই,
মানুষ হলেই মানুষ গুলো চেনা যেত।
১৩/০৬/২০১৬ ইং
সোমবার, রাত, ৪:১৪ মি:
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।