পোয়াতি বোনের গর্ভপাত
- নাহিদ সরদার
পোয়াতি বোনের গর্ভপাত
------------------------------
নির্ঘুম কাটে ওদের রাত্রি গুলো
পোয়াতি চাঁদের মতো
সারাটা রাত্রি আলো বিলায়
পুরোটা রুগ্ন পড়া জুড়ে ওদের বিচরণ।
রুগ্ন চিৎকার,স্বজন ত্যাগী অবহেলার গন্ধ,
লাশেরঅাহাকার ভরা বিরক্ত গুলো
ঘিরে থাকে ওদের চারপাশ
তবুও বিরক্ত বোনে না মনে।
ও গুলো বড় আপন করে নেয় ওরা,
সেবার সুশীতল পরশ বুলিয়ে
মুমূর্ষু রোগীর কানে কানে বলে দেয়
বেঁচে থাকার ভবিষ্যৎ বার্তা।
আজকে ওদের সামান্য একটা দাবি
মেটাতে গিয়ে তোমাদের অসামান্য
কাণ্ড দেখে হতবাক বনের
হায়না,সিংহ, নেকড়ে সহ
হাজার বছরের বিলুপ্ত ডাইনেসর।
শুঁধু আমরা মানুষ গুলো চেয়ে দেখি
বুটের লাথিতে পোয়াতি বোনের গর্ভপাত।
০৬/০৬/২০১৬ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।