তুমি আছো হৃদয়ে আমার
- নাহিদ সরদার

তুমি আছো হৃদয়ে আমার
--------------------------
তোমাকে খোঁজার জন্য
গুগল লোকেশন অন করেছি
বিস্তর ঘুরেছি পৃথিবীর সমুদয় পথ,
মোবাইল ভেঙেছি হাজারটা
যান্ত্রিক ত্রুটি ভেবে,
তবুও লোকেশন চিহ্ন রয়েছে
নির্দিষ্ট বিন্দু ঘিরে।
অবশেষে যান্ত্রিক তত্ত্ব থেকে জেনেছি
মানুষ করতে পারে ভুল
তবে মানুষের তৈরি যন্ত্র নয়।
অতঃপর তোমাকে খুঁজে পেয়েছি
হৃদয়ের গভীরে আমার।
২০/০৫/২০১৬ ইং শুক্রবার,দুপুর,১:৪৯ মি
কপিলমুনি,খুলনা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।