অামি সে এবং সময়
- নাহিদ সরদার

আমি- সে এবং সময়
---------------------------
কখনো কখনো হাসপাতালের বরান্দায়
পড়ে থাকা কিছু রুগ্ন দেহ মায়া কেড়ে নেয়
কোনোএক মায়াবী নার্সের,
উঠোনের কোণে অবাঞ্ছিত বুনো ফুল গুলো
যেমন করে মায়া কেড়ে নেয় আকস্মাত
কোনো এক লেখকের তেমন।
আমাকে দেখে হঠাৎ থমকে যাওয়া নার্স
বলেছিল, ঔষধ গুলো ঠিক মতো খেয়ে নিবেন
তা- না হলে বকা দিব সত্যি বলছি,
আমি কিন্তু বেশ জেদি,
এই অাবেদনময়ী কথামালার মালিক
আমার গোপন তিলের খোঁজটা জানে
সেটা আমি বেশ বুঝেছি,
কিন্তু সে কি আজ তিলের খবর রাখে
পঁচিশ বছর পরে?
১৮/০৫/২০১৬ ইং
বুধবার, রাত ১১:০০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।