কবিতার গায়ে আজ টক টক গন্ধ
- নাহিদ সরদার

কবিতার গায়ে আজ টকটক গন্ধ
---------------------------------------------
কবিতাতো নেই মনে ভুলে গেছি ছন্দ,
কবিদের মাঝে দেখি বেঁধে গেছে দ্বন্দ্ব।
হিংসার তীর ছোটে বিবেকের বলি,
কেউ কেউ সুখ পায় দিয়ে গালাগালি।
কবিদের বুলি দেখে ভয় পায় ভক্ত,
কবিতাটা ধরে রাখা অাজ খুব শক্ত।
পদকের পিছু ছুটে কেউ কেউ অন্ধ,
কবিতার গায়ে আজ টকটক গন্ধ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।