বাংলাদেশের লাশ
- নাহিদ সরদার
বাংলাদেশের লাশ
-----------------------
মাটির সানকি ঘিরে কিছু মাছি
পঁচা ভাতে জীবন খুঁজেছে,
ওদিকে শিরিশ গাছে বিপদের বাণী
পাঠ করেছে অনবরত এক বজ্জাত পাখি,
মসজিদে ইমাম খুতবা পড়ছে
সেখানে কথা বল্লেই পাপ
তাই তাড়াবার কেউ নেই,
পাখিটা ডেকে চলেছে অবিরাম।
এদিকে বারান্দায় পড়ে আছে এক
মুক্তিযোদ্ধার করুণ কাহিনী আঁকা
একটি বাংলাদেশের লাশ,
কথাছিল কিছুক্ষণ পরেই মসজিদের মিনার
থেকে ভেসে আসবে মৃত্যু বার্তা অথাবা
মন্দিরের ঘন্ঠা বলে দেবে মরে গেছে কেউ,
কোনোএক সরকারি গোরস্থানে হবে তাঁর দাফন
এমনি হবার কথা,
কিন্তু অাঁধা বেলা চলে গেল
শোকের আভাস বাসেনি বাতাসে,
একটা প্রাণওকাঁদেনি বেদনায়
চলে গেল সবে যে যার কাজে
দুপুর গড়িয়ে সন্ধ্যা নামল
ঠাকুরের ঘন্ঠা উঠল বেজে
ওদিকে মাগরিবের আযান
সকলে ছুটেছে ইশ্বরের খোঁজে
এদিকে মধ্য আঁধারে একটা লাশ
পড়ে আছে কেউ নেই পাশে,
কয়েকজন মুসলমান বলে,
শালা ছিল একটা কাট্টা কাফের,
হিন্দুদের মাঝেই কাটাল জীবন,
দেখি আজ তোর কোন ভাই পরায় কাফন।
হিন্দুরা কেউ ছোবেনা জাত যাবে বলে,
নিথর লাশটা পড়ে রইল অবজ্ঞা তলে।
একদিন এই আবুল এই দেশ আর সাতকোটি
মানুষের জন্য গ্রেনেড নিয়েছিল,
প্রিয়ার প্রতীক্ষা উপেক্ষা করে
নিশ্চিত মৃত্যু জেনেও করেছিল সংগ্রামী বিষপান
তখন একাত্তর তাই সে ছিল মুক্তি যোদ্ধা,
হিসাব ছিল না কোনো,না হিন্দু না মুসলমান।
কিন্তু আজ পনের কোটি মানুষের একটা দেহ,
তবু যথার্থ মর্যাদা দিতে পারেনি তাঁকে।
একটা কুকুর ঘুরে ঘুরে মৃতদেহ শুখে গন্ধ নিল
কেউ একজন যেতে যেতে বলেছিল ,
ওটা মুক্তি যোদ্ধা আবুল মিয়ার লাশ,
মিথ্যা বলেছে ওটা হলো বাংলাদেশের লাশ।
১০/০৫/২০১৬ সোমবার, দুপুর ১:০০ টা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।