মানচিত্রময় ছিটেফোটা রক্ত আঁকা
- নাহিদ সরদার

মানচিত্রময় ছিটেফোটা রক্ত আঁকা
-----------------------------------
অামাকে মানিয়ে নিতে হবে
বলেছিল ঊনিশ পেরনো এক যুবক, বলেছিল, এই
সমাজে থাকতে হলে
তাঁদের সকল মূর্খতা আর আর অশ্লীল বুলি
আমায় নাকি মানতে হবে।
তাইতো আজি মানিয়ে নেওয়ায় ব্যস্ত আমি
ব্যস্ত সাধক ব্যস্ত সবাই মানিয়ে নেওয়ায়।
মফিজ মাস্টার সেওতো কেমন মানিয়ে নিল,
ধর্ম ছেড়ে নৈতিকতার অাসন ভুলে,
বেশ করে সে মানিয়ে নিল।
স্কুল পাড়ায় প্রেম কাননে পুষ্প হলো
অশ্রদ্ধার,
অঝোর ধারায় বৃষ্টি হলো অসম্মানের,
গুরু-শিষ্য দোঁহা মিলে ভেজা হলো ছেঁড়া
হলো-বেশতো হলো।
অহিংস্র সমাজ বোনের কাপড় খুবলে খেল
সুচিত্রার হাতে ফাঁসির দড়ি,
রুখতে মানা-তবুও সেটা মানিয়ে নিল
মানিয়ে নিল ভাইয়ের ঘাড়ে কুড়াল কোপা
পঞ্চায়েতের আসন ঘিরে অমানুষের
আনাগোনায় ভিটে ছাড়া মানিয়ে নিল।
বৃদ্ধ বয়সে সাত বছরি কোচি খোকার বিড়ির
ধোঁয়া মানিয়ে নিল যুগের তালে কম বয়সী
কলম হাতের গাজার ডলা ,
পথে-মাঠে ঝোপের কোণে নগ্ন দেহে
ছিন্নভিন্ন লাশের মিছিল মানিয়ে নিল
মানচিত্রময় ছিটেফোটা রক্ত আঁকা মানিয়ে
নিল।
২৫/০৪/২০১৬ইং
সোমবার, রাত ১১:৪৬মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।