শেষ স্পর্শ তুমি দিও
- নাহিদ সরদার

শেষ স্পর্শ তুমি দিও
---------------------------
কথা দিয়েছিলে,
বৈশাখের কোনো এক
রবিবার যদি বৃষ্টি হয় তবে ভিজবে,
নির্দিষ্ট বার উল্লেখ করা মানে - না
ভেজার কৌশল সেটা বুঝেছিলাম,
তবুও একটা রবিবার আর সামান্য কিছু বৃষ্টির
অপেক্ষা করেছি তিন বছর দশদিন।
আজ বৈশাখের রবিবার সন্ধ্যায় তোমাকে
কাছে পাওয়া সেই কাঙ্ক্ষিত বৃষ্টি ঝরলো অঝরে।
প্রশান্তির পরশ খুঁজে নিল পুষ্পে পল্লবিত
বৃক্ষ,রাস্তায় জমে থাকা ধূলো, ভালবাসায়
ভরা প্রেমিক যুগল সকলে নিয়ে নিল যে যার মতো,
শিলা বৃষ্টির নিরব ক্ষত আমরণ বসত গেড়ে
নিল আম,জাম,জামরুল আর কাঁঠালের গায়ে,
একদিন ওরা ঝরে যাবে দখিনা স্পর্শে।
দেখ কোনোএক সন্ধ্যায় আমিও শিলার
অাঘাত সহ্য করা আমের মতো পচনি দেহ
নিয়ে ঝরে পড়ব তোমার স্পর্শে।
ভেবেছিলাম, এবার তুমি আসবে
তাইতো,চিলেকোঠার ছাদে অপেক্ষা
সাজিয়ে বৃষ্টি এনেছি, শব্দ ছাড়া আলো
কিনেছি সারাটা বৃষ্টি ভিজেছি আমি।
বিস্বাদ অপেক্ষাগুলো আজ বেশি মধুময়
কেন জানি পৃথিবীটা বড় বেশি
ভালো লেগে গেল ক্রমশ,
তবে বিশ্বাস কর এই সুন্দর পৃথিবী,
অান্তর্জাতিকাময় মেঘলা আকাশ,বৃষ্টি ধৌত
প্রকৃতির কাছে কিছুই চাওয়ার নেই,
আমার পঁচিশ বছরে এখন একটি মাত্র
চাওয়া,সেটা হলো তোমার কাঙ্ক্ষিত আগমন।
সারাটা সন্ধ্যা বজ্রের ফ্লাশি আলোয়
মাতিয়ে রেখেছে ইশ্বর, যেন তুমি পথ না হারাও
তবে শব্দ হয় নি একটুও যদি ভয় পাও,
ইশ্বর চাইলেও তুমি চাওনি তোমার অাগমনে
অামার অপেক্ষার চূড়ান্ত অবসান ঘটুক,
তাই আমার ছাদে আসোনি তুমি।
তাইতো ইশ্বরের আর আমার ব্যর্থ আয়োজন
গুলো গড়াগড়ি খেল চিলেকোঠার ছাদে,
অার আমি চূড়ান্ত অবসিত দেহে
নিশ্চল দাঁড়িয়ে আছি,
শুঁধু মাত্র একটা স্পর্শের প্রয়োজনে।
সেটা তুমি, সে বা তাঁরা যে কেউ দিলেই
আমি মৃত্তিকায় মিশে যেতে পারি পরম শান্তিতে,
শেষ স্পর্শ না হয় তুমি দিও সুখলতা।
০১/০৫/২০১৬ ইং রবিবার
সন্ধ্যা, ৭:৩০ মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।