ভুলে যাও ভুল ভেবে
- নাহিদ সরদার
ভুলে যাও ভুল ভেবে
-------------------------
তিন মাস দশ দিন একটা প্রেম
ঘিরে ছিল সমস্ত সময়।
বিস্তৃত সাদা ক্যাম্পাস জুড়ে
রঙিন অালপনায় আঁকা শুঁধু তাঁর ছবি।
যতোটা দিন ততোটা রাত্রি খুলে
গন্ধ শুঁখেছি ভেসেছি স্বল্প দৈর্ঘ্য প্রেমে।
কখনো সন্দেহ চোখ চাপা দিয়ে
জ্যোৎস্নায় সারা রাত্রি দোঁহাতে
মাখামাখি পোয়াতি চাঁদে বা
কখনো নীপবনে ব্যস্ত থেকেছি
সন্ধ্যা স্নানে দিয়েছি বাঁধাহীন ত্রি চুম্বন
বাহিরে রেখে সামাজিক চিন্তা,
বিশ্বাস করো চব্বিশ ঘণ্টায়
দিয়েছি চব্বিশ রকম প্রেম
তবুও যেন.......
কিন্তু আজ তিনটি বছর পরে
সুসময় এসেছে তাঁর
তাইতো স্থান নিয়েছে জুড়ে
সমাজ আর পরিবার অজুহাতে
আমিও দিয়েছি তাই বলে
ভুলে যাও ভুল ভেবে।
২৮/০৪/২০১৬ ইং
বৃহস্পতিবার, রাত,১০:৩০ মি:
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।