চাহনিতে তাঁর চাওয়া ছিল না
- নাহিদ সরদার
চাহনিতে তাঁর চাওয়া ছিলনা
-------------------------------
মাকে বলেছিলাম মাগো মোটা ভাত,
মোটা কাপড় তোর চলবেতো?
যদি বাবার দেওয়া ঘরটা ছাড়া কিছুই না
দিতে পারি তুই থাকবিতো বলবি তো?
রাজহংসী আর রাজ কন্যার গল্প।
যদি চাল গলে বৃষ্টি পড়ে অথবা বৈশাখী
তাণ্ডবে ভেঙে চুরে তচনচ করে দিয়ে যায়
আমার ঘর অমার ফসল ভরা ক্ষেত সমস্ত,
তুই তোর আচল তলে রাখবিতো মা?
একটা সুদর্শন দুপুর যদি আমার না হয় যদি মুখ
ফিরিয়ে নেয় বসন্তী কোনোএক বিকাল যদি
কৃষ্ণ চূড়ার ডালে ডেকে আনে পেঁচা
কোনোএক অকাল, তুই থাকবি তো -মা?
তোর ছেলে সততা পুষেছে মনে
গরিবের ঘাড় ভেঙে রক্ত বেঁচবে না,
নৈতিকতা বিকিয়ে দেবে না অর্থ মোহে
কলম চালিয়ে খাবে তবে কলম বেচবে না।
মা আমার দিকে একপলক চেয়েছিল
পঁয়তাল্লিশ বছর তাঁর চাহনিতে
কোনো চাওয়া ছিল না।
২৫/০৪/২০১৬ ইং
সোমবার, সকাল, ৬:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।