কতিপয় অসমাপ্ত রেখা
- তানজির উদ্দিন

দেখেছি শেষ বিকেল আত্নমগ্ন করিডোরে
সাজানো সবগুলো রাতের পূর্বাভাসে তাই
জোছনার প্রলম্বিত গান কর্ণ কুহরে শোনা দায় ।

শুনেছি বৈকাল্যের আভায় মাটির বুকে
শিশির নেই ঘাসের লাজলক্ষী মেয়ের চোখে
রিক্ত এক বিষণ্ন এসেছে আমার পৃথিবী জুড়ে ।

অতঃপর বহুকাল পর বসেছি লিখতে আজ
সমাপ্তির গান অনতি দূরে বেহালায় বাজে
রোল উঠে বিদায় কুঞ্জে কুঞ্জে একই ধারা
বিস্তৃত হয়ে চলে বিষণ্ন এক করিডোরে ।

অথবা , চেয়েছি ভোর এসেছে বিকেল
অনাগত অমাবশ্যার মাঝে আজ সিঁদুরে
কৃষ্ণ পল্ক বহুদূরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।