মর্মরি আর্তনাদ
- তানজির উদ্দিন
থেমে গিয়েছে আধেক দিনের খেলায়
ফুল কুড়ানো মৌসুম ঝরা পাতার দলে
মর্মরি হওয়া আর্তনাদ সুর সৃষ্টি নিমগ্নতায়
সংকীর্ণ রাজ্যের অট্টহাস্যের পরিহাস তায়
তোলে ব্যথিত মনের অস্ফুট এক ক্রন্দন
ধ্বনিতে ধ্বনিতে ক্রন্দন রোল অসংযমী
আখ্যায় ফের চলে মাটির ঠিকানায় আজ
তার পৌঢ় দেহের তলে লুকাবে সে মন
অন্তহীন কাব্য প্রসারে যে চলে হীন মনে
নররাজ যে ম্রিয়মান গদ্যের ফুলঝুরি তায়
ঝরা ফুলের পাপড়িতে পাপড়িতে থেকে যায়
অর্থহীন এক বিষণ্ন দৃষ্টি অকাল দিনের মর্মরি
গুণ্ঠিত শেষ যাতনার অস্থির প্রলাপ শেষে
নর রাজ্যের প্রহরী সেজে ছুটি নেয় গানে
কল্পতায় সাজিয়ে গানের অন্তিম লহরী
কুঞ্জরণে আবর্তিত হয় আধেক বেলায় আজ
সহসা নিঃস্রাবে চলে পৌঢ়া ঘর বিসর্জনে
ঝরা ফুলের পথ থেকে উঠে ম্রিয়মান ব্যথা
ম্রিয়মান শোক ব্যথা আর্তনাদ কল্লোলে ফেরে
আমার শেষ আধেক বেলার পথের মাঝে
মর্মরি বেদনার সুরে ম্রিয়মান শোক ব্যথা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।