তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা খুব ছিল
পারিলাম না তোমায় ভালবাসিতে,
বিভিষিকা হয়ে মনঃকষ্ট লাগল
গঙ্গার জলে ভাসিতে?
তোমার মনঃপুত কাজ করিত না পেরে
হয়েছি ব্যর্থ,
কিসে মনকে সান্ত্বনা দিব
তোমাকে পাওয়ার জন্য খুজি নি কোন স্বার্থ।
পিপীলিকা হয়ে তোমার পিছে ঘুরিয়া ছিলাম
বারংবার
আজ তোমায় কিসে ভাবব
বেঁচে থেকেও তুমি নেই যে আর?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।