ক্রিকেট
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ক্রিকেট পাগল বাঙালি
বিশ্বকাপের কাঙালি,
ক্রিকেট! ক্রিকেট! ক্রিকেট!
খেলতে পারে চাঙ্গা,
সময় হলে ক্রিকেট বিশ্ব কে
বাঙালি করে তুলবে চাঙ্গা।

ক্রিকেট!ক্রিকে!ক্রিকেট!
অস্থিরতার নাম,
ক্রিকেট মোড়লদের দাবিয়ে রাখবে
লাগাবে ব্যথার বাম।

ক্রিকেট!ক্রিকেট!ক্রিকেট!
বাঙালির প্রেরণার শক্তি,
বিশ্ব এক দিন অবাক হবে
করবে এই বাঙালিদের ভক্তি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।