শুধু ভালবাসা
- ফয়েজ উল্লাহ রবি

মনের দরজা খুলে আছি বসে
এসো প্রিয় শুধু ভালবেসে,
তোমার হৃদয়ে আমিই থাকি
ধরা দাও, দেখা দাও গো সখি।
তোমারেই শুধু বাসিয়া ভাল
জীবনে এসেছে যে অপার আলো,
হাসিতে দূর হয় আঁধার কালো
প্রেমের পরশে অন্তরে সুখ এলো।
তুমি আমার সাত রাজার ধন
কষ্ট দেবনা কখন করছি পণ,
শুধু ভালবাসে সাজাবো ঘর
করবো না তোমায় কভু পর।
তুমি নও ঝরে যাওয়া বকুল
না দেখে আমি হয়ে যাই আকুল
দুল খায় কি দারুণ কানের দুল
তুমি সদ্য ফুটা সুভাসিত ফুল।
তোমারে চিনিতে করিনি তো ভুল
শুদ্ধ হলো আমার মান-কুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।