পথ শিশু
- নাহিদ সরদার
পথ শিশু
------------
তোমাদের বানোয়াট পৃথিবীতে
যে ভেলকি নৃত্য করো রোজ,
তা দেখার সময় নেই আমার।
একটা সৌখিন নাম পায়
তোমাদের কুকুর বিড়াল
অযৌক্তিক জন্মদিনে খায়
ওরা বিলাসী খাবার,
তোমাদের ঘর ভরে আছে রাজ ভোগ,
অার আমি রোদে পোড়া এক ছিন্নমূল,
আমাকে যেতেই হয় খাবারের খোঁজে।
না,তোমাদের মতো বিলাসী হোটেল নয় অথবা
মায়ের মমতা মাখা রান্নায় নয়।
এক ডাস্টবিন ঘরে উচ্ছিষ্ট ঘেটে ঘেটে জীবনখুঁজি
অথবা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ির প্যান্ডেলের কোণে,
একটুকরা মাংস সাথে অবশিষ্ট নষ্ট বিরিয়ানি
কাড়াকাড়ি করে আমি জিতে যাই,
কারণ মানুষ ঠকাতে পারে, পশু পারে না।
মাঝে মাঝে মনে হয় আমি যেন জাহান্নামি বাসিন্দা,
যারা প্যান্ডেলের ভিতরে ওরা সজ্জিত মোড়কে জান্নাতি,
ওদের উচ্ছিষ্ট খেয়েই আমার যেন বাঁচা।
আমি কে বলতে পার?
তোমাদের এ মানুষের শহরে।
আমি সৌভাগ্য হয়েছি পৃথিবীর মতো
কারণ সাতশ কোটি মানুষ আমায়
একটা নাম দিয়েছে "পথ শিশু"।
২৪/০৬/২০১৬ ইং
শুক্রবার, রাত,৮:৩০ মি.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।