বিপরীত
- নাহিদ সরদার

বিপরীত
-----------
বিধাতার কি অদ্ভুত খেলা দেখ
তুমি যতোই লিপ্ত থাক
আমার অনিষ্ট কামনায়,
ততোই বিধি বাম হয়ে আসে ডান
আমার সীমানায়।
তোমার সকল চাওয়া ভরে ওঠে বিষাদে
না পাওয়ার বেদনায়,
বেদনা তোমার ফুল হয়ে ঝরে
আমার একান্ত আঙ্গিনায়।
অাঙ্গিনায় যখন সুখ অপ্সরা তোমার
আমার ভালো করে খোঁজ,
তখন দেখি আমার বারান্দায় অশুভ প্রেত
ভালত্বে সারে ভুঁড়ি ভোঁজ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।