জানতে ইচ্ছে করে
- নাহিদ সরদার

জানতে ইচ্ছে করে
----------------------
মনে আছে তোমার
একটা বিকেল সূর্য ডোবার মাঠে
তুমি আমি সেই বসে ছিলাম
পদ্ম দিঘির ঘাঠে।
ঘাস ফুলের এক নোলক দিয়ে
করেছিলাম আমার সোই,
আজ দশটা বছর পরে
খুব জানতে ইচ্ছে করে
আমার দেওয়া ঘাসফুলের সেই
নলক তোমার কোই।
মনে আছে তোমার
নিস্তব্ধ পাশাপাশি জ্যোৎস্না
ছঁড়ান সে রাতে,
তোমার পলক কইল কথা
আমার পলকের সাথে।
যে নূর নজরে তোমার
জ্যোৎস্না খেলিত হলি
দশটা বছর পরে
খুব জানতে ইচ্ছে করে
কে বুনে দিল ঐ নেত্র নিচে
অমানিশার কালি।
০৪/০১/২০১৬ ইং
সোমবার, রাত,১০:০০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।