দায় সারা বিবেক
- নাহিদ সরদার
দায় সারা বিবেক
--------------------
অবার্চিন মৃত্তিকার গোবর গর্তে
হাবুডুবু খাচ্ছে আমার বিবেক,
স্বপ্নিল চ্যালেঞ্জ ঝোলে ভুলের দড়িতে।
ক্ষমতার কড়িতে কেনা পঞ্চায়েতর
আসন,ন্যায়,নীতি আমার
সত্য কে মিথ্যা বানায় রীতিমত
তবুও আমি বোধহীন বধির।
মূর্খ আসন কাড়ে জ্ঞানীর আসন
এ যেন ছাগলে হাল চাষ,
স্কুল কমিঠির প্রধান হলেন
বিশিষ্ট গাঁজাখোর।
তবুও আমার বিবেক জাগে না
তুমুল জাগ্রত শক্তিতে
ভুলেও করে না প্রতিবাদী হুংকার।
আমার অবসর প্রাপ্ত বিবেক
দায় সারে দায় সারা কথায়
এ হলো কিয়ামতি আলামত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।