কবিতার জলাঞ্জলি
- নাহিদ সরদার

কবিতার জলাঞ্জলি
------------------------
জানিস আমি আজ
মস্তবড় এক কবি
তোর কথা লিখে লিখে
আমি সুনামের পাহাড় গড়েছি,
সমুদ্র ভরা যশ কেড়েছি।
তোর করুণ অার্তনাদ,মলিন বদন,
ছিন্ন বসন আর আমরণ কষ্টের
রাত্রি গুলো প্রশংশিত শব্দ
গেঁথে দেয় আমার প্রতিটি কবিতায়।
আচ্ছা তুই কি পড়তে জানিস!
বুঝতে পারিস আমি যেটা লিখি,
জানি তুই পারবি না
তোর পথমনের সকল কিছুতো কাঁচা,
তোর না বোঝাতে আমার যেন বাঁচা।
তুই কি জানিস,
আমার কবিতা গায়ে জড়িয়ে কাটে
একেকটা শীতল রাত্রি তোর।
ঐ যে পত্রিকার একটি পৃষ্ঠায়
সারা রাত্রি ধরে সামান্য
উষ্ণতার পরশ পেতে তোর বৃথা প্রয়াস,
সেখানে আমার একটা কবিতা আছে,
যার প্রতিটি শব্দ তোর দুঃখের কথা বলে,
তবে দুঃখ ঘোচাতে কিছুই করে না
আমার শব্দ না আমার কবি স্বত্বা,
তোর ঘৃণার কাদায় লেপন হোক
আমার স্বার্থান্বেষী কবি স্বত্বা।
জলাঞ্জলি হোক সমস্ত কবিতা
তোর দুঃখের নদীতে।
০৯/০১/২০১৬ ইং
শনিবার,সকাল ৮:৪০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।