নিখুঁত ফাকি
- নাহিদ সরদার
নিখুঁত ফাকি
---------------------------
না বুঝে পড়েছি তোর ঐ
নূর নজরে প্রেমের ও মায়ায়,
ভুলেছি আমারে তোর ঐ
অশুভ ছলনার ছায়ায়,
কি করে আর ভাল কথা শুনি
জেনে শুনে কষ্টের বীজ বুনি।
কষ্টের অনলে পুড়ে নিজে হয়েছি ছাই,
সুখ দিয়ে তোকে দুঃখ কিনেছি তাই।
স্বপ্ন উড়েছে ঐ চৈত্র ভরা মাঠে,
ঘুম আসে তাই বিনিদ্র রজনী কাটে।
আজ হৃদয় গগণে হতাশার মেঘ দেখি,
কেমনে দিলি ও সই এমনো ও নিখুঁত ফাকি?
১১/০১/২০১৬ ইং
সোমাবার,সকাল, ১০:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।