দুঃখের কোদাল কোপাই
- নাহিদ সরদার

দুঃখের কোঁদল কোপাই
নাহিদ রহমান
------------------------
দেশতো বেশ চলছে
উন্নত হাইব্রিড ভাবনায়,
কিন্তু অামি অাজন্ম কৃষক
পেটে ক্ষুধার পাথর পড়ে,
শত কষ্টের অচল ঘাড়ে
ওরা দেখেও দেখ না বধির।
প্রতিনিয়ত উন্নতির নব অশ্ব ছোটায়
আমার পিঠে পাড়া দিয়ে,
কতো দূরে যাবে কোন দিগন্তে?
এক সময় আমার পঁচা
লাশ হবে ওদের চোরাবালি।
খরা মাঠে ফসল দেখিনা
দেখি শূণ্য ভরা অভিশাপ,
অভাবের শাণিত ফাল চষে
আমার জীবন ভূমি,
ইচ্ছে করে,
দুঃখের কোঁদাল কোপাই ওদের পিঠে
যারা আমার বিদীর্ণ জীবনকে
তরতাজা করতে বৃথা ছলনার
বিষাক্ত ফরমালিন ছিঁটায়।
১২/০১/২০১৬
মঙ্গল বার, দুপুর ১২.৪০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।