অ অা ক খ
- নাহিদ সরদার

অ অা ক খ
কোটি গ্যালন রক্তে কেনা প্রাণের ভাষা,
শুণলে মনে ছন্দ খেলে মেটায় আশা।
বাংলা ভাষায় কান্না আছে নব বধূর
লেপ্টে আছে ক্ষয়ে যাওয়া রাঙা সিদূর।
এ ভাষাতেই লাল হয়েছে কৃষ্ণচূড়া
মধুর সুরে তাল মিলিয়ে লিখি ছড়া
কোথায় বলো পাবে এমন ভাষা মধুর,
যাওতো দেখি পেরিয়ে আজ সাত সমুদ্র।
খুঁজতে থাক যে ভাষাতেই ছন্দ আনে
বীণার তারে সুর তোলে যে আপন মনে।
হাজার কবি শব্দ নিয়ে কাব্য লেখে
ছোট্ট শিশু মা কথাটায় ডাকতে শেখে।
জানি তোমার মেলবে ভাষা ছন্নছেঁড়া
বলতে গেলে বাড়বে দেখ মুখের প্যাড়া।
অমন ভাষা কেন মেশাও মধু ভাষায়?
যোগ করো না ভিন্ন ভাষা বাজে শোনায়।
পারলে রেখ বিয়োগ করে মন কোণায়,
সুযোগ এলে বলতে পার ক্ষণ মানায়।
প্রাণের ভাষা ভাসুক আজ সবার গানে,
বাংলা ভাষায় বর্ণ থাক সতেজ মনে।
০১/০২/২০১২ ইং
সোমবার,দুপুর,১:০০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।