ঝরা পাতার গল্প
- নাহিদ সরদার

ঝরাপাতারগল্প
মো : নাহিদ রহমান
নিত্য কত পাতা ঝরে,কে রাখে তা খোঁজ,
অদৃশ্য কব্য কথায়,চিঠি লেখে রোজ।
টুপ করে ঝরে পড়ে, যে একটি পাতা,
প্রকৃতির পটে পটে,লিখে যায় কত কথা।
একদিন এসেছিল,সবুজের আহ্বানে দিয়েছিল সাড়া,
বসন্ত বাতাসে নড়ে,গেয়েছিল, নেচেছিল
পাতাদের পাড়া।
কখনো হিমেল দোলা,বাতাসের তালে
কখনো নিঃস্বার্থ চুমু,কোকিলের গালে।
কখনো বা চৈতি রোদে একটু বাড়িয়ে মায়া
ক্লান্ত পথিকের তরে আদরে বিলিয়ে ছায়া।
কখনো নিরব রাত্রি,মাখামাখি শিশিরের স্নান
বসন্তে বিলিয়ে খুশি,অজস্র নব্য পাতার ঘ্রাণ।
এভাবেই ব্যস্ত কাটে সরিয়ে মরণ পাতার জীবন।
হঠাৎ সমস্ত কায়া বিবর্ণ হলুদে গড়া,
তাই আজ নাই ঠাই, নিরবে বাতাসে পড়া।
০৮/০২/২০১৬ ইং
সোমবার, দুপুর,১:০০টা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।