নিলাম চিঠি
- নাহিদ সরদার
নিলাম চিঠি
মো: নাহিদ রহমান
শীতের বুড়ি সাদা শাড়ির
ঘোমটা কেন খোলো?
নগ্ন পায়ে সবুজ ঘাসে
শিশির কেন দলো।
আজ কি তোমার সাঙ্গ হলো
যৌবনেরি বেলা?
যাওতো তুমি তারার দেশে
একলা কর খেলা।
রাগ কোরো না দিচ্ছি বিদায়
পুড়িয়ে আমের বোল,
সময় হলে এসো আবার
ভরিয়ে মায়ের কোল।
আজ তুমি দেউলিয়া হলে
আপন মনে তোমায় ভুলে
ফাগুণ বনে ডাক হবে তাই
সাদা শাড়ির নিলাম,
তাইতো আজি ঝরা পাতায়
মুক্ত বনে ফাগুণ হাওয়ায়
নিলাম ছিঠি দিলাম।
১১/০২/২০১৬ ইং
বৃহস্পতিবার,সকাল, ৮.০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।