মায়ের খোকা
- নাহিদ সরদার

মায়ের খোকা
মো : নাহিদ রহমান
ডাকছে মা ঐ গেলি কোথায় দুষ্টু খোকা ওরে
একটু খানি খেয়েই বকা রাগ করলি না'রে।
শিরিশ ডালে কোকিল ছাড়ে মিষ্টি মধুর বোল,
কোথায় গেলি খোকারে তুইফেলে মায়ের কোল।
তোর বাগানে ফুল ফুটেছে কতক ওড়ে তায়
রাজ পুরির ঐ রাজ কন্যা ডাকছে তোরে আয়।
পুঁটি মাছের ঝোল করেছি আয়না চলে বাড়ি,
না অাসলেই চোখের জলে লিখব কিন্তু আড়ি।
ভাত মাখিয়ে ডিম করেছি খাবে কিন্তু কাকে
দস্যি খোকা লুকিয়ে থেকে কষ্ট দিওনা মাকে।
দুষ্টু খোকা মিষ্টি চোখা কোথায় গেলি ওরে
দিব্যি করছি রাখব বুকে বকবো না আর তোরে।
দুপুর গেল রাত্রি এলো ক্লান্ত কোকিল সুরে,
দুষ্টু খোকা মিষ্টি হেসে ফিরল না আর ঘরে।
সকাল হলো একুশ এলো বাজল দুঃখের গান
ভাষার তরে মায়ের খোকা দিয়েই দিল প্রাণ।
১৩/০২/২০১৬ ইং
শনিবার, রাত,৯:৩০ মিঃ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।