দীপ্ত করো প্রাণ
- Bahar Habib - মাটি ও মৃত্তিকা
এবার তবে শেষ হয়ে যাক যত নষ্ট-খেলা,
যত্নে বুনছি গড়ে তুলছি স্বপ্নমণি-মেলা।
বুকের বাঁকে রাখা আছে প্রখর-প্রত্যয়,
স্বপ্নটাকে সত্যি করবো হোক সুন্দরের জয়।
ভন্ডামী সব পন্ড করবো নষ্ট-প্রথা ভেঙ্গে,
নতুন সকাল জ্ঞানের আলোয় উঠবো সবাই রেঙ্গে।
অজ্ঞানতা দূর হয়ে যাক ঘুচুক অন্ধকার,
সত্যজ্ঞানের আলোতে হোক নিত্য-পারাপার।
মানবোনা তো নষ্ট রাজার ভ্রষ্ট সংবিধান,
ঋদ্ধ জ্ঞানে জোয়ার আনো দীপ্ত করো প্রাণ,
অসঙ্গতি আছে যত কেচে গন্ডূষ করবো
চিরসত্যের মহামন্ত্রে মানব জীবন গড়বো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।