আষাঢ় মাসের দিবসে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা
আষাঢ় মাসের দিবসে
চাষীরা মাঠে জমি চষে,
খেত মাঠ জলে করে থৈ থৈ।
মেঘ জমেছে কালো করে
বৃষ্টি পড়ে জোরে জোরে,
বজ্র নিনাদে মেঘ ডাকে ঐ।
মুষলধারায় বৃষ্টি নামে,
ঢেউ উঠে প্রবল বানে,
আষাঢ়ে ভরা নদী করে হুংকার।
কূল ভাঙা ঢেউ আজি
বানে ভাসে বৃক্ষরাজি,
বন্ধ হয়েছে বুঝি খেয়া পারাপার।
নদীকূল শূণ্য আজি,
নাইকো ঘাটে মাঝি,
নদীতে কানায় কানায় আসে বান।
বাড়ির পাশে বেড়ার ধারে,
ব্যাঙ ডাকে পুকুর পাড়ে,
চাষীবৌ সারাদিন মাঠে পুঁতে ধান।
পথের বাঁকে পুলের কাছে,
চারপাশে তার জল জমেছে,
রাস্তায় পথে ঘাটে নামে কাদা জল।
মেঘ ডাক ছাড়ে গুরু গুরু,
ভয়ে বুক করে দুরু দুরু,
মুষলধারে বৃষ্টি পড়ে দেখি অবিরল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।