আমি
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমি একা একা ভাবতে ভালোবাসি ,
নিজের সাথে নিজেই কথা বলি ....
আঁধারেই বেশ থাকতে ভালোবাসি ;
নিজেই পথ চিনে চিনে চলি ...
রাতের পাখি প্যাঁচা আমার প্রিয় ,
অন্ধকারেও ও যে দেখতে পায় !
আমরা মানুষ আলোতেও করি ভুল ,
জীবনের পথে তাই তো হোঁচট খাই !

আমি মানুষটা দারুণ অন্তর্মুখী ,
একা একাই আমি ভীষণ সুখী,
কিন্তু আবার কাউকে দিই না জানান ,
হয়ে যাই যদি সকলের মাঝে বেমানান ।

আমি ভালোবাসি শিশুর মুখে হাসি ,
আর ভালোবাসি সদ্য ফোটা ফুল,
ভালোবাসি আমি তোমার হাসিমুখ ,
(তোমার) স্নানের পরে সদ্যভেজা চুল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।