অপরাজেয় মন
- সৌম্যকান্তি চক্রবর্তী

নিঃসীম শূন্যতায় ভরে যায় দিগন্ত ,
কালো গোলাপের স্পন্দন চুপিসারে ;
স্পর্ধিত যৌবন দৃষ্টিপথের অগোচরে ,
ছায়া ফেলে বিদায়ী বসন্ত ।

অপরাজেয় আয়েশী মন ...
বার বার পায়চারি সারে !
বীরত্বের দাম্ভিক হৃদয়,
মনকে ভালোই সামলাতে পারে ।

ইচ্ছেরা প্রজাপতি পাখা মেলে
উড়ে যায় রঙধনু আকাশে !
মন শুধু তার পিছু নেয় ;
শরীরটা দেখে আর হাসে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।