আমার কষ্টের দিন
- ফাইয়াজ ইসলাম ফাহিম

এই দিন,,,আমার কষ্টের দিন!

১১আষাঢ় ১৪২৩ বাংলা
১৯রমজান ১৪৩৭ হিজরী
২৫জুন ২০১৬ খ্রিষ্টাব্দ
আর বাবাকে দেখতে পারব না
করতে পারব না জব্দ।
বাবাকে আর আব্বা বলে ডাকতে পারব না
সেই জবান আ-জীবনের মত হয়ে গেছে বদ্ধ।

মাত্র ৪৫ বছর বয়সে
আমার বাবা আল্লাহর ডাকে পরলোক
গমন করেন ,,,,,,,
দোয়া করবেন সবাই,,,,,


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।