ইশরাত ও তারুশি
- সৌম্যকান্তি চক্রবর্তী
তুমি ছিলে এক বঙ্গললনা ,
আধুনিকা এক মেয়ে ;
নাচে অভিনয়ে প্রতিভায়
তোমার জুড়ি ছিল না যে ।
ইশরাত তুমি ছিলে কত খুশি ,
শপিং মলে খাচ্ছিলে কফি ,
হিজাব পরোনি সেই অপরাধে ;
জঙ্গি পিশাচ তোমাকে যে বধে ,
অশ্রুসজল দু'নয়ন আজ ,
আক্রোশে হয় লাল ,
ধর্ম আগে না মানুষ আগে
বিস্মৃত বহুকাল ।
*****************************
তারুশি বাবার লাডলী কন্যা ,
ঢাকায় ঘুরতে গিয়ে ;
লাশ হয়ে ফিরছে ঘরে
অনেক ব্যথা সয়ে ।
অপরাধ তার হিন্দু হওয়ার,
হিজাব মাথায় না দেওয়ার ;
ধর্ম নিয়েছে দায়িত্ব আজ
বিধর্মীদের হত্যা করার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।